অনেক দিন বাদে,
আমার উঠোনে কাল রোদ নেমেছিলো!
বাদল মেঘের ফাঁক গলে,
পড়ন্ত বিকেলে
বলাকার ডানার ছোঁয়ায়
ইষৎ তির্যক ভাবে,
গোলানো হলুদ রঙা রোদ,
উঠোনে খেলেছিলো অনেক ক্ষণ!
তখন রোদেরা খুব হাসি খুশি ছিলো,
পাতার ফাঁকফোকর দিয়ে
খেলছিল লুকোচুরি খেলা!
দোতলার ঝুল বারান্দায় তখন আমি একা,
শুধু এক ঝাঁক পুবালী বাতাস এসে
এলোমেলো করে দিচ্ছিলো আমার ভাবনা।
শৈশব এসে কানামাছি কুমিরডাঙা রুমালচুরি খেলার জন্য ডাকছিলো,
উঠতে গিয়ে টের পেলাম হাঁটুজোড়া সাথ দিচ্ছে না!
মন আর শরীরের দড়ি টানাটানি,
শরীর মেনেছে হার অতি সহজেই!
তবুও স্বীকার করতে কোন লাজ নেই,
যতই বয়স বাড়ুক শরীরের শিরায় শিরায়
হৃদয়ে প্রেমের ফুল এখনও অটুট।