চোখের জল কি এতো সস্তা !
যখন খুশি হৃদয় নিঃসরিত হয়ে
হোয়াংহো হয়ে বইতে দেবে !
অনেক বুঝিয়েও পারিনি তোমায় ,
আমি ছিলাম ,আছি ,থাকবো ।
রাতের আঁধারে কান পেতে শুনেছি
অন্তসলিলা লুনি’র নিস্তব্ধ বহমানতা ।
চাপা কষ্ট,আমায় চেয়েও,না পাবার তোমার আর্তি ,
হটাত্ তবে কেনো পথ হারালো থমকে ,
নিজের ওপর ভরসা ,বিশ্বাসে কুঠারাঘাত করে !
আজও তোমার জন্য বটবৃক্ষ হয়ে বাঁচা !
চাইনি তো এমন ভালোবাসা ,স্বার্থপরতার বর্ণপরিচয় !
যা মন কে তুমি-আমি সর্বস্ব ,শেকল পড়ানো
চোরা কুঠুরিতে বদ্ধ করে !
হোক ভালোবাসা শ্বাশ্বত,শরীরী মোহময় বিহীন ,
দূরত্ব,বন্ধুত্বের সেতু বন্ধন কারী জাগ্রত প্রহরী।
বিশ্বাস ,ভরসা ,সততা ,অনুপ্রেরণার শক্ত খুঁটির ওপর দাঁড়ানো ইমারত হয়ে ।