বিষাদ দগ্ধ ললাটে ব্যাকুল আর্তনাদে পড়েছে
প্রতীক্ষার ভাঁজ I
নিঃস্বপ্ন মর্মর আঁখি পল্লব,শোকের কুয়াশায় নিমগ্ন I
নির্লিপ্ত অমানিশায় ক্ষীণ পদ চিহ্নে
যেন আমি শব্দহীন চিৎকার l
ওপারেও বেজেছে বিসর্জনের বিষাদেলিপ্ত সুর,
ব্রিজ, রাস্তায় জনসমাগমের মাঝে
আজ মায়ের ও বিদায়যাত্রা l
অন্যত্র আমার হৃদয়ে বাতায়নহীন কক্ষে…
দম বন্ধ আর্তনাদ!ক্ষত -বিক্ষত দিনরাত!
আঁখি ময় এক নদী জলেই ইচ্ছে সকল হয়েছে বিসর্জিত l
মিথ্যে, অবিশ্বাসের কাঁটার কুন্তলে জীর্ণ জীবন l
একাকিত্বে বিবশ নিশীথিনী, তবু বন্ধনে বন্দী!
মন ফিরে পেতে চায় অপার্থিব প্রেমানল —
কোনো এক দ্রাঘিমাংশে হয়েছে বিসর্জন l
বেভুল আঁখি চাতকের ন্যায় জটিলগ্রস্ত,
তবু বিভ্রান্ত মন!
ক্ষীণ জ্যোৎস্না কে বদ্ধ করেছে লকেটের আংটায় l
সুনীল আকাশে গোধূলি লগ্নে নিরবধি
সকল অনুভূতিকে দিয়েছি বিসর্জন ll