আমার রাস্তা কেটেছে বেড়াল নয় পথের ভগবান ,
ও হিন্দু না মুসলমান জানি না !
কারণ আমি রাজনীতি করিনা , ধর্মের ঠিকেদার নই ।
সারাটা জীবন আমাকে হোঁচট খেতে হবে –
তেল লাগানো মসৃনতা বুঝিনি তাই রক্তলাগা মাটি , শরীর অভ্যাস হয়ে গেছে ।
শেয়ালেরা আমাকে চেনে , সহজে কাছে আসে না , তারা প্রতীক্ষায় থাকে অবসন্ন সূযোগের ।
পাটিগণিত বুঝিনি , জানি না ধনী হবার উপায় !
বিজগুঁড়ি কাটা অ্যালকাহল ছুঁয়ে দেখিনি ,
জানি সারাটা জীবন আমাকে হোঁচট খেতে হবে ,
আমার রাস্তা কেটেছে পথের ভগবান কোনো বেড়াল নয় ,
চালাকি মাখা অর্থ আমার ঠিকানায় আসে না ,
ভবিষ্যতহীন , আপোসহীন , প্রেমিকাহীন এক খাঁপছাড়া জীবন ,
যে খালি লিখতে পারে আগুন আর তা ছড়িয়ে অল্প কিছু সচেতন বারুদের মধ্যে ,
এক প্রহেলিকাময় অন্ধকারে কিছু আলো ,
কিছু মানবিক প্রশ্ন আর চেতনার চাবুক –
রক্তলাগা শরীর , মাটি অভ্যাস হয়ে গেছে ,
সারাটা জীবন আমাকে স্বার্থপরতার রাস্তা এড়িয়ে আগুন পথে হাটতে হবে ।
বিবেকের চাবুক কষাতে হবে ধান্দাময় সমাজে ….. ।