দাবদাহে জীবকূলের ওষ্ঠাগত প্রাণ
তবুও ক্ষিপ্ত রবির বহ্নিশিখা অনির্বাণ
মেঘেরা দিয়েছে আড়ি
এ কিন্তু বড্ড বাড়াবাড়ি ।
তিয়াসী চোখের আতিপাতি খোঁজ
আকাশ পানে মেঘের প্রত্যাশায়,
এক পশলা ধারাপাতের
পিয়াসী আকুলতা অনির্বাণ তায়।
মূঢ়তার সীমা লঙ্ঘন করেছে
অর্বাচীন মানুষ যবে,
নির্মম কুঠার হেনেছে বৃক্ষমূলে
প্রকৃতি মাতা ক্ষুব্ধ তাইতো রবে।
নগর শিল্পোদ্যোগ গড়ে তোলার জন্য
বন- বনানী নির্মূল লেলিহান লোভে,
মৃত্তিকা কাঁদে নীরব বেদনা ভারে
ধরনী মাতা অগ্নি সম ক্ষোভে।
গাছপালা নাই,পাখিরা দিশেহারা
কার্ব- ভাই – অক্সাইড বায়ুতে মিশে,
সাগর-নদী সব নাব্যতা হারায় দ্রুত
অশনিসংকেতে জীবন হারায় দিশে।
অকালে শমন ঘিরে শত শত প্রাণ খসে
নিরুপায় ক্ষোভে বুকের চিতা অনির্বাণ,
মানবতা হীন মানুষ যে নরাধম!
বিবেক দংশনে কাঁপে না তাঁদের প্রাণ!
শীঘ্র সরে যাবেই জেনো পায়ের তলার মাটি
দম ফেলতে ধরবে শ্বাসে টান,
এখনো জাগো চেতন বোধে অমানুষের দল
সুস্থ রাখলে প্রকৃতি যে সুযশ অনির্বাণ ।