যেখানে যেখানে তুমি চরম সন্ত্রাসী ছিলে
নির্নিমেষ ভয়ের হাওয়া তুলে ঘুম কেড়ে নিয়েছিলে
সেখানকার সবাই এখন আততায়ীর মতো
তোমাকে দিনরাত খুঁজে চলেছে
সবার চোখে ধুলো দিয়ে তুমি
পূতিগন্ধময় ঘন কালো অন্ধকারের ভেতর
উর্দ্ধশ্বাসে ছুটে যাচ্ছ ক্রমাগত
আর ছুটতে ছুটতে অসম্ভব ভেঙে পড়ছ
নিজের ভেতর থেকে বেরিয়ে আসছে
চাপা গোঙানির দীর্ঘ স্বর
এভাবে নিজেকে ফিরে দেখার মধ্যেও
এক ধরণের গভীর উল্লাস আছে
সেই উল্লাসের অতীত তোমাকে এখন হিংস্র
শ্বাপদের মতো তাড়া করছে,তুমি পালাতে পাচ্ছ না
মুখ থুবড়ে পড়ে যাচ্ছ বারবার
আর তোমার সেই উল্লাস ও গোঙানির শব্দে
তোমার খুন করা লাশেরা তোমাকে চিনে ফেলেছে
তুমিই ওদের সেই খুনি ছিলে
এখন কোনও সন্ত্রাসে শ্বাস রুদ্ধ হয়ে এলে
অনিবার্য্য ভবিষ্যতের কথা ভেবে
চারপাশে নিরন্তর চোখ রাখি ।