স্বপ্নরা অনাথ হল—
খোলনলচে পাল্টে গেল চোখ দুটো,
রেটিনায় প্রতিবিম্বিত হতে থাকে সর্পিল চাহনি,
আবেগের উপসর্গগুলো বয়সের ভারে ন্যূব্জ—
অনুভূতির সাঁকোতে বিস্তর পলি জমেছে,
পারাপার একরকম স্থগিত।
মৃত্যুই বোধহয় ইচ্ছের একমাত্র স্বাধীনতা!
অপমৃত্যু না ইচ্ছা মৃত্যু?