জন্ম থেকে একা আমি
কেও কোত্থাও নেই
বাবা আমাই জন্ম দিয়ে
পালিয়ে গেল কোন সেদিকে
তার ঠিক ঠিকানা নেই।
মাও আমায় প্রসব করে
নিজের লজ্জা ঢাকতে গিয়ে
ফেলে দিলো ডাস্টবিনে।
একটিবার ও দুচোখ দিয়ে
আমায় ফিরে দেখলে না।
খিদের জ্বালাই যখন আমি
কাঁদতে থাকি উঙা উঙা
কান্না শুনে ছুটে এলো
পাড়ার কিছু ছেলেমেয়ে।
তারাই তখন খবর দিলো
কাছের কোন পুলিশস্টেশনে।
পুলিশ আমায় দিয়ে এলো
তাদের চেনা অনাথ আশ্রমে,
সেদিন থেকেই অনাথ আমি
এই সমাজে এটাই আমার পরিচয়।
কারা আমার বাবা ও মা
আমার কিছুই জানা নাই।