ধোপদুরস্ত পথ অপেক্ষায় থাকে না মেরুহীন যাত্রাপথে –
মায়ার সাতকাহন তবু জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে,
আমার শূন্য ঘরে ভীড় করে না প্রত্যাশিত কিছু ………
সামনে বিস্তর মৌনতায় ভরা ধূলোময় মেঠোপথ,
একতারা হাতে বাউলের মন কেমন করা উদাস সুর,
হৃদমাঝারে সযত্নে রাখবার প্রাণপণ দরদী আকুতি,
আকাশ বাতাসকে সঙ্গী করে আছড়ে পড়ে বিস্তীর্ণ চরাচরে………….
প্রতিটি পদক্ষেপে উড়ে কিছু সন্নিবদ্ধ ধূলিকণা ,
ঘনবদ্ধ বিষাদের ছায়া ভুলে যায় পিছুটানের মায়া,
পুঞ্জীভূত স্বপ্নগুলো আর ভীড় করে না চোখের তারায়,
হৃদপিন্ডের সহজাত উঠানামায় কেবলই প্রশান্তির ছোঁয়া।
মন পেখম মেলে চলে সীমাহীন আনন্দে,
গন্তব্য হীন পথ চলায় মুক্তির অনাবিল সুখ,
অদৃশ্য রজ্জুতে বাঁধা পড়ে আছে অনন্ত যাপন…….