টাকা টাকা করে সবে ঘুরে মরে
নেশা শুধু বেড়ে চলে,
যত পায় ধন খুশি নয় মন
আরো চায় পেতে ছলে।
টাকা লোভে ছুটে সব বাঁধা টুটে
প্রিয়জন যায় দূরে,
করে হীন কাজ নাহি পায় লাজ
লোভে রয় মন জুড়ে।
যত পায় ধন ভরে নাতো মন
আরো বেশি চায় পেতে,
দিন রাত ভাবে কোন পথে পাবে
ধন লোভে থাকে মেতে।
ধন পিছে ছুটে বাঁধা সব টুটে
প্রিয় জনে হেলা করে,
টাকা বাড়ি গাড়ি হয় কাঁড়ি কাঁড়ি
পড়ে থাকে ফাঁকা ঘরে।
শেষ দিন এলে যেতে হবে চলে
বাড়ি গাড়ি পড়ে রবে,
কেন তবে মিছে ঘুরে টাকা পিছে
ধন মোহে মাতে সবে?