দৃঢ়সংকল্পে ছিলে ব্রতী দেশমাতার অতন্দ্র প্রহরী
আজকে কেন আকাশ-বাতাস ক্রন্দনরোলে-
হলো তবে ভারী ?
পরম নির্ভীক দেশের সেবক ওরা দেশরক্ষায় ব্রতী
করেছিলো পণ সবাই , দেশমাতার বাড়াবে সুখ্যাতি
ওগো,দেশমাতার সেরা সুসন্তান অতন্দ্র প্রহরী
ছিলে সুকঠিন সংকল্পে স্থির,বাজল কেন অকাল ভেরী?গরবিনী ভারতমাতার পয়মন্ত সব সোনার টুকরো ধন
সীমান্ত রক্ষায় তুর্য-নিনাদে নিয়েছিলো তারা পণ
অতর্কিত মারনযজ্ঞে —-রক্তে ভিজেছে মাটি
দেশের গৌরব ওরা যে মায়ের সন্তান ছিল খাঁটি
ভারতভূমির অতন্দ্র প্রহরী!কোথায় ছিলে তুমি?
ছিন্নভিন্ন আর্তমুখেতে—হাহাকার দিনযামী
মাতৃভূমি ভারতমাতার সুযোগ্য সন্তান সব অতন্দ্র প্রহরী!
সাম্যের বাঁধনে –একতার মন্ত্রে সেধেছিলে সুর তারি
তাহলে বলো ,কোথায় গেলো,পয়মন্ত ওই জোয়ানদল
দেশমাতা কেন স্তব্ধ শোকে-দু’চোখে দেখি,অশ্রু টলমল?
ওগো অতন্দ্র প্রহরী,শোনো, শোনো পেতে কান
আঁধার ঘরে গুমড়িয়া ফেরে কতো কতো সাদাথান!
কতো না মায়ের কোল হয় শূণ্য,শিশুরা পিতৃহীন
মাশুল তার দিতে হবে সেজন্য ,শুধতে–রক্ত ঋণ!
বিবেকের দোরে তালা দিয়ে যারা উল্লাসে আত্মহারা
মানুষ হয়েও ,মানবতা পিষে উন্মাদ অমানুষ তারা
ঘাতকের কোন ক্ষমা নেই কখনো মায়ের অভিধানে
বিধাতাও আজ মূক হলো ,সর্বহারা মায়ের ক্রন্দনে
ওগো অতন্দ্র প্রহরী, দেখো চেয়ে দেখো—
পৃথিবী নিষ্পলক ব্যথায়– নৃশংস জিঘাংসার
অত্যাচারী মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর–কারা আড়তদার?
উপড়ে ফেলো চিহ্ন ওদের,ধিক্ অমানবিক নাশকতার
ভারতমাতার কোল জুড়ে আছে লাখো বীর সন্তান
বদলা ওরা নেবেই জেনো,রাখবে দেশমাতার মান
সূর্য দীপ্ত বীর শহিদের পূণ্য শোণিত ধারা
একদিন ওরা দীক্ষানেবে শপথ মন্ত্রে, ওরা যে ওঙ্কারা
ওগো,দেশমাতার অতন্দ্র প্রহরী, তুমিও সামলে থেকো-
লক্ষ্য তোমার সীমান্তরক্ষা–সেদিকে মন রেখো
জ্বলছে আগুন লেলিহান,শহিদ-চিতার হোমাগ্নিতে
দুঃখিনী মায়ের বুকেই চিতা-অকাল পুত্রশোকেতে
আজ প্রতিবাদের তূর্য-নিনাদে প্রলয় ঝড় দেশজুড়ে
জঙ্গি গোষ্ঠীউৎখাতে- অর্ঘ্য দেবে দেশমাতার চরণপরে
ভারতমাতার বীর সন্তানেরা বিজয়পতাকা হাতে
অমিত তেজে বলিষ্ঠ আত্মবিশ্বাসে চলছে লক্ষ্যপথে।