হৃদয়ের বন্ধনে বাঁধা পড়ি আয়
ভেদাভেদ ভুলে হাঁটি একসাথে ,
সাম্যের আহ্বান ঐ শোনা যায়
শৃংখলে মানবতা হাত রাখি হাতে ।
জাতীয় স্তোস্ত্র কন্ঠতে ধরি
প্রাণ জুড়ে ভালোবাসা মৈত্রীর সুর
সম্ভ্রমে চোখ বুজে প্রার্থনা করি
অটুট হোক সম্প্রীতি দ্বেষ বহুদূর ।
অনাথ আর বৃদ্ধাশ্রম মুছে যাক
অসহায় দারিদ্র্য একা দলছুট
আহারের আয়োজন পরিধান পাক
বিবেকের বাণী হোক স্থায়ী চিরকুট ।
কেটে যাক মহামারী গাঢ় অমানিশা
পবিত্র শুদ্ধতা ছুঁয়ে দিক মন
সত্যের ক্যানভাসে আলোময় দিশা
সুখের স্বর্গ গড়ি শুভ হোক ক্ষণ ।