গগন মাঝে ঝড়ের আভাস
প্রচন্ড মেঘের গুরু গুরু,
কাদম্বিনীর যেন থমথমে ভাব
অরণ্য দ্রূমে বিকম্পন শুরু।
ধুলোর চাদরে ঢাকলো আকাশ
ঝাপসা ধরণী দিগন্ত পার,
মুহূর্তে ভূতলে অঝোর ঝরন
বেজায় বৃষ্টি প্লাবন ধার।
গগন মাঝে ঝড়ের আভাস
প্রচন্ড মেঘের গুরু গুরু,
কাদম্বিনীর যেন থমথমে ভাব
অরণ্য দ্রূমে বিকম্পন শুরু।
ধুলোর চাদরে ঢাকলো আকাশ
ঝাপসা ধরণী দিগন্ত পার,
মুহূর্তে ভূতলে অঝোর ঝরন
বেজায় বৃষ্টি প্লাবন ধার।