দূর থেকেই তোমার কাছে
চেনা হয়েও রইবো অচেনা হয়ে।
তুমি কল্পতরু হয়ে অলীক
পাখিটির সুখ খুঁজে নিও।
বইতে থাকা দুঃখ নদীটির বুকে একূল
নেই ও কূলেও কেউ নেই,
ফাঁকা হৃদয়ের ঘরে।
খরকুটো আঁকড়ে
ভাসতে থাকি,
নদীর স্রোতের এলোপাথাড়ি টানে,
মনের ঠিকানার খোঁজে!
দূর থেকেই তোমার কাছে
চেনা হয়েও রইবো অচেনা হয়ে।
তুমি কল্পতরু হয়ে অলীক
পাখিটির সুখ খুঁজে নিও।
বইতে থাকা দুঃখ নদীটির বুকে একূল
নেই ও কূলেও কেউ নেই,
ফাঁকা হৃদয়ের ঘরে।
খরকুটো আঁকড়ে
ভাসতে থাকি,
নদীর স্রোতের এলোপাথাড়ি টানে,
মনের ঠিকানার খোঁজে!