মৃত্যুর পরে হয়তো সব অন্ধকার
তবু তোমার আমার দেখা হবে একবার,
তারপর কিছু নেই আর সবটা আঁধার।
অথচ তোমার আমার প্রেম
চিরস্থায়ী করে রাখবে বলে,
করে ছিলে দৃঢ় অঙ্গীকার।
মৃত্যুর পরে হয়তো সব অন্ধকার
তবু তোমার আমার দেখা হবে একবার,
তারপর কিছু নেই আর সবটা আঁধার।
অথচ তোমার আমার প্রেম
চিরস্থায়ী করে রাখবে বলে,
করে ছিলে দৃঢ় অঙ্গীকার।