নজরে এবার পড়ল আমার
ছুটছে ওরা এধার ওধার
গোলকধাঁধায় ঘোরে চৌরাস্তার মোড়ে
পিতৃমাতৃহারা অগ্নিদাহ্য জঠরে।
দিচ্ছে টোকা গাড়ির দ্বারে
যদি ফুলটি গচাতে পারে
গোলাপ নিয়ে দুইটি হাতে
সুগন্ধ তার চায় বিলাতে।
মিষ্টি সুরে বলল ডেকে
গাড়ির ভেতর বসা বাবুকে
পরখ করে নাও গন্ধ
লাগবে না তো মন্দ।
নাও গো ফুলটি কাঁচটি খুলে
ঢুকলো না কথা মর্মমূলে
ভরাবে পেট মোটা চালে
গোলাপ প্রেমে প্রসন্ন হলে।
দিল না সাড়া হৃদয় থেকে
ফিরালো চোখ তাদের দেখে
দৃষ্টি থেকেও সাজল অন্ধ
কাঁদিয়ে পেট মুখটি বন্ধ।