পিঠে কুলো বেঁধে পথ খুঁজি।
ধামাচাপা দীর্ঘ অবসাদ
বিষন্ন প্রবাসী হৃদয়ে,
এই জগতের ভিন্ন অর্থ
এখনো দিলো না ধরা, কার কোলে
মাথা গুঁজে প্রশয় পাবে
বাচ্চার বায়না তাও ঠিক নেই
স্নায়ুর কম্পনে ।
অভাবী চেতনার দু গাল বেয়ে
জল পড়ে গড়িয়ে,
একটাও মানুষ অন্ধকারের শত্রু হয়ে
আগলানো না পথটা ।
স্তরে স্তরে পলি পড়ে মনের নাব্যতা
যায় হারিয়ে।
কুমার এখন বৃদ্ধ নজরে দেখে আমায়,
পিঠে কুলো বেঁধে পথটা খুঁজি।