এ বলে আমি ভালো, ও বলে আমি ।
মানুষের এই কান্ড দেখে, হাসেন অন্তর্যামী ।
বনের দেশে শেয়াল রাজা ।
পড়লে ধরা মেলে সাজা ।
সবাই এখন সাধুর বেশে ,
জনস্রোতে এসে মেশে ।
মরন কালে হরিনাম ।
মিলে গেল ডান- বাম ।
স্বার্থের হুঙ্কারে দুঃসাহসিক পরিনাম ।
মুখে এক, বুকে এক, স্বপ্নের অন্তরালে ,
অমরত্ব পেতে গিয়ে, ঘুন ধরে কঙ্কালে ।
সেরার সেরা খেতাব পেতে ,
সবাই মেতে লড়াইয়েতে ।
সাক্ষী খোঁজে আসতে যেতে ।
একমাত্র লক্ষ্য সবার ,
প্রতিযোগিতায় প্রথম হবার ।