দুঃখ পেলেও হাসতে হয় ,
মেঘে ঢাকা রামধনু, তবু বর্ণময় ।
চোখের অশ্রু লুকিয়ে হৃদয়ে ।
প্রকাশের ভয়ে, গোপনে বহে ।
বাধ্য হয়েই সবকিছু সহে ।
কখনও কখনও ভেদিয়া আবরন ,
অগ্নুতপাতসম প্রচন্ড বিস্ফোরণ ।
আবার বাস্তবে ফিরে ক্রোধ সংবরণ ।
আসলে মানুষ নেই মানুষের কাছাকাছি ,
তাই সবাই ভাবছে, আমি সুখে আছি ।
আসল ঘটনাক্রম, বড়ই নির্মম ।
লজ্জা এড়াতে চাই, তাই, এই সংযম ।
আমি একা নই, আমরা সবাই ,
দুঃখের সাগরে ভাসছি ।
তবু দুঃখ লুকাতে, দেখো কেমন মোরা হাসছি ।