সে ফিরে আসে নি
কবিতার মতো শুধু পথ বেয়ে চলা,
কোয়ার্টজ ঘড়ির মতো নিঃশব্দ সরণ-
এক বুক প্রত্যাশা
হতাশার সরণীতে শব্দ খুঁজে ফেরে
তবুও সে আছে না থেকেও ভীষণ ভাবেই।
সময় কি কথা বলে?
চিত্রলিপি এঁকে বুঝি সময় ধরেছো ?
ঘন কালো মেঘে কেন এখনও বাদল ঝরে নি !
চিত্রনাট্যে সে ভীষণই আনকোরা,
ভুলে যাওয়া সংলাপ না বলা কথার মতই
হৃদয় বীণার তারে অঘোষিত শব্দ ঝংকার—
যে যায় সে ফিরে আর আসে না,
তবুও কবিতা লেখে ভাঙ্গা হৃদয়ের দ্বারে বসে
হলদে পাতার মত ঝরে পড়ে কিছু কাব্য মালা !