হারিয়ে গেছে মনের মাঝে
আমার ছোটবেলা
মনের সুখে আপন মনে
করেছি আমি খেলা।
শুকনো পাতা সময় হলে
যাবেই ঝরে পড়ে
শৈশবটা মধুর বলে
থাকে স্মৃতির ঘরে।
পড়েছি কত লেগেছে ব্যথা
সবই আছে মনে
মায়ের বকা আদর মাখা
জল আনে নয়নে।
ছিলাম পাজি সবার সেরা
বাবার চোখে আমি
বলতো বাবা চোখের মণি
মামণি কত দামী।
স্মৃতি মধুর বিগত দিন
দেয় হৃদয়ে দোলা,
মনের মাঝে আসা-যাওয়া
শত কথার খেলা।