একটা সিঁড়ি ভুল হয়ে গেলে
পিছিয়ে পড়ে গাছ
ডাল পালায় তার আকাশ
খ্যালে না
অস্ত্র নেড়েচেড়ে জীবন বোধ বাড়ে
তরকারি কষতে কষতে যেমন তার গাঢ় হয় রঙ
এতো জটিলতায় আমার সব গানের খেই হারিয়ে যায়
নতুন করে বাঁচব বলে
স্বরলিপিতে মন দিই।
একটা সিঁড়ি ভুল হয়ে গেলে
পিছিয়ে পড়ে গাছ
ডাল পালায় তার আকাশ
খ্যালে না
অস্ত্র নেড়েচেড়ে জীবন বোধ বাড়ে
তরকারি কষতে কষতে যেমন তার গাঢ় হয় রঙ
এতো জটিলতায় আমার সব গানের খেই হারিয়ে যায়
নতুন করে বাঁচব বলে
স্বরলিপিতে মন দিই।