স্বপ্নের রঙ হয় ,কে বলেছে?
আমি তো কখনো দেখিনি।
লালনীল স্বপ্ন কখনো দেখিনি আমি,
শুধু সাদা আর সাদা , দেখেছো তুমি?
অনন্ত আকাশ উদার বাতাস
উড়ে যায় গাংচিল।
স্বপ্নের পিছু পিছু ধেয়ে চলে—
পেরিয়ে মাঠ ,ঘাট ,খাল ,বিল।
অনাবিল খুশি খুঁজে যাই,
কখনো হারাই,কখনো পাই।
পেয়ে হারাতে চাই না
চাইনা হারায়ে পেতে
কিছু দিতে চাই,মন চায় যা কিছু
কিছু পেতে চাই ,স্বপ্ন ছোটে তার পিছু।
অলীক মায়ার খেলা শেষে
অকারণ যাই ভালোবেসে!
সেই হোক পরাজয় , তবু হাসিমুখে
মেনে নিতে চাই চিরকাল সুখে দুঃখে।।