সেদিন দুপুরে পথ ভুলে পৌঁছে গেলাম এক জনপদে,
নাম তার কল্পপুর।
আধুনিকতায় ঠাসা সভ্যতা।
ঘর বাড়ি রাস্তাঘাট সব গোছানো।
বেশ লাগছিল হাঁটতে।
একজায়গায় এসে থমকে দাঁড়ালাম,
তখন প্রায় সন্ধ্যা,
এক বিশাল লাইন,
বেশীরভাগ মানুষ জরাজীর্ণ নতুবা দোহারা।
সামনে বসে বেশ কয়েকজন হৃষ্টপুষ্ট সুঠাম বলবান মানুষ।
শুধালাম এখানে কি হচ্ছে,
উত্তর পেলাম সারাদিনের উপার্জন এনাদের দিয়ে দিতে হবে।
আশ্চর্য হলাম!
কিন্তু কেন?
জানলাম এটাই নিয়ম,
প্রতিবাদ করলে যেতে পারে প্রাণ,
কিন্তু তাই বলে এই অনাচার!
অদূরে আওয়াজ হা রে রে রে রে…..
বর্গী আক্রমণ,
ভাবলাম বেশ হয়েছে।
গরীব মানুষগুলোর চোখ চকচক করে উঠলো,
বুঝি কোনো রবিন হুড,
কেড়ে নেবে বড়ো লোকের আহার,
বিলোবে গরীবের মধ্যে।
ভুল ভাঙতে দেরি হলনা।
সব লুঠ করে নিয়ে চলল।
পিছনে মানুষগুলো,
তারও পিছনে আমি।
বেশিদূর যেতে হলো না।
সামনেই আরেকজন বিশাল চেহারার মানুষ,
বর্গীদল তার পায়ে রেখে দিল সব,
সম্মোহিত যেন ওরা,
কিছু বলতেই যাব,
ছেলে বলে উঠলো,মা তুমি যে বলেছিলে রূপকথার গল্প বলবে,
বললাম,হ্যাঁ,হ্যাঁ,
বুকে জড়িয়ে ধরলাম ওকে।