স্বপ্না দত্ত চৌধুরী
পরিচিতি
—————————
নাম : স্বপ্না দত্ত চৌধুরী
আমি স্বপ্না দত্ত চৌধুরী,পশ্চিম বঙ্গের কলকাতা শহর নিবাসী ভারতীয় নাগরিক। জন্ম থেকে বেড়ে ওঠা বাংলা শিক্ষা সংস্কৃতি সহ এই শহরেরই একজন সাহিত্য প্রেমী অবসরপ্রাপ্ত কে: সরকারি কর্মচারী। অবসরের পর সাহিত্যকে ভালোবেসে সাহিত্যকে সাথে নিয়ে আমার নিত্য দিনযাপন। বাংলাদেশের দৈনিক পত্রিকা সহ এপার বাংলা ওপার বাংলার অসংখ্য পত্র পত্রিকার নিয়মিত লেখক। ইতিমধ্যেই বইমেলা (২০২২) সংখ্যা সহ পঁয়ত্রিশটা কাব্য সঙ্কলনে আমার অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। ২০২৩ পূজা সংখ্যায় আরও ২০টি সঙ্কলনের মধ্যে কিছু প্রকাশিত হয়েছে এবং কিছু প্রকাশের অপেক্ষায়।
২০২১ সালে “বিপন্ন নীলগ্রহ” এবং “স্বপ্নচারিণী ” নামে আমার দুইটি একক গ্রন্থ প্রকাশিত হয় যা পাঠক সমাজ দ্বারা বহুল সমাদৃত । ২০২৪ সালের আন্তর্জাতিক বই মেলায় আমার একক কাব্য গ্রন্থ “সভ্যতার অভিশাপ” বিশিষ্ট জনের দ্বারা মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশিত হয়ে পাঠক সমাজে ইতিমধ্যেই সমাদৃত হয়েছে। “বিপন্ন নীলগ্রহ” লিটল ম্যাগাজিনের বিভিন্ন সাহিত্য পত্রিকার বিচারক মন্ডলীর বিচারে গুণগত মানে শ্রেষ্টত্বের স্বীকৃতি স্বরূপ তিনটি পুরস্কার লাভ করেছে, যা আমায় সাহিত্য জীবনে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
লেখিকার সৃষ্টি