সেদিন আমায় বলল যে মন
নিজের কথা ভাবিস কখন?
নিজের কথা ভাবিস এবার
অন্যের কথা ভাবিস না আর।
গাইতে গিয়ে ক্লান্তি আসে
শিখেছিলাম গান ভালবেসে
এখন পাই না আর সে দম
বেসুরে শোনায় গলায় সরগম।
কেটেছে এতোদিন রান্নাবাড়ায়
আঁকতে গেলাম ছেলের খাতায়
ছোট বেলার সেই তুলির টান
এলো না আর রইলো না মান।
তাই নিজের ভাবনাতে ঢেউ
তুলতে চায় না মন এখন
শখ সাধ নেই যে আর কেউ
ঘড়ির কাঁটায় জীবন যখন।