যে কথা জানার বিনিময়ে একদিন আমার
সমস্ত কবিতাকে হর কি পৌড়ির ঘাটে
উড়িয়ে দিতে চেয়েছিলাম ,
সে কথা শোনার আগ্রহে এখন
হাজার বর্ষার হাজা ধরে গেছে ।
সোনার সীজার চালিয়ে সময় সার্জেন
খন্ড খন্ড ভাগ করে চলেছেন
আমাদের বহুরূপী আয়ুর সফর ।
খন্ড কাঁধে জন্ম থেকে ভিন্ন জন্মে যাই ।
মুখের মিছিলে যেতে যেতে পিছনের মুখগুলি
ঢেকে ফেলে সামনের মুখের মিত্রতা ।
যে বালক একটি বেড়ালের শোকে
সাত দিন অনশনে ছিলো ,
তার অভিজ্ঞ ভাগ চোখে
পৃথিবীর রণক্ষেত্র নিযুত রক্তে ভাসলেও
একান্নবর্তী কান্না আসে না ।
গণ ভুল বুকে নিয়ে সভ্যতা হেঁটে চলে
সাদা কালো সত্যের পথে ।