পাল্টেছে কী সব?
সেদিনও সাহারার বুকে এক ফালি চাঁদ ছিলো
সেদিনও পণ্যের বাজারে নিলামের হাঁক ছিলো
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া বছরগুলো পাথরচাপা শুকনো,
থরে থরে সাজানো হৃদয়ের ইতিহাসে
রক্তক্ষরণ আর কাঁটাতারের গুহায় দানবের আস্ফালন
বেনারসী শাড়ি, আলতা, সিঁদুর আর সাতমহলার সন্ত্রাস……
খাঁজে খাঁজে কালকেউটে ছোবলের বিষ
চার দেওয়াল মাঝে কড়িকাঠ চাপা দাসত্ব
দূচোখে স্বপ্ন ছিলো, নিদ্রাহীন রাত ছিলো,
পোড়া চামরার নীচে তিরতির আগুন জ্বলছিলো,
বলতে পারো আর কতোদিন?
সোনার শেকল ছিঁড়ে আকাশ জুড়ে ওড়ো
অভিধানের মানবী মমি থেকে জলজ্যান্ত মানুষ হয়ে জেগে উঠো
প্রতিটা রক্তকণিকায় তুমি পূর্ণতায় বাঁচো
খিড়কি দুয়ার ঠেলে পৃথিবীকে দুহাতে জড়িয়ে ধর
হারানো সুরে ঝাকড়া খোলা চুলে এক ছুট লাগাও
পুরো পৃথিবীর ভালোলাগা–ভালোবাসার নদী জুড়ে সাঁতার কাটো
বিরজু মহারাজের কত্থকে এক ঝটকায় ঝঙ্কার তোল
এ পৃথিবী, মাটি, জল, হাওয়া, বাতাস সব তোমার
যামিনী রায়ের দীঘল চোখে অহঙ্কার তুমি
কাজল লতায় সাম্যের ক্রোধ
কালের রথচক্রে তুমি জীবন, তুমি শক্তি
যন্ত্র নয়, যন্ত্রী হয়ে বাঁচো….