কে বলে টাকার অবমূল্যায়ন ঘটেছে?
টাকার দাম তো পড়ে নি,
ডলার শক্তিশালী হয়েছে!
টাকা বলশালীই ছিল ও আছে,
ডলার আরও শক্তিশালী হয়েছে!
কারও মৃত্যু হয় নাকি,
পরপারে যাত্রা করে মাত্র,
যমরাজ এসে তাকে নিয়ে যায়!
নতুবা হড়পা বান ডেকে নেয়!
বাজারে আগুনের ছ্যাঁকা লাগে,
তাই বলে দ্রব্যমূল্য মোটেও বাড়ে নি,
পণ্যের মান খুব বৃদ্ধি পেয়েছে!
দেশে ক্ষুধাও বাড়ে নি এতোটুকু,
মানুষের খাই খাই বেড়েছে!
মিথ্যা পরিসংখ্যানের ক্ষুধার্ত সূচক!
কোথায় বেকারত্বই বা বৃদ্ধি পেয়েছে ,
চাকরির দাবি বহুগুণ বেড়েছে!
কোন্ দুর্জন বলে দেশে দুর্নীতি ছেয়েছে,
আসলে নৈতিকতা বড্ড বাড়ন্ত!
চাকরি দেদার বিক্রি করা হয়,
একদম না, মানুষ বিক্রিত হচ্ছে!