জব চার্নকের সুতানটির কুঠি,
একদিন ছিল বাংলার রাজধানী।
মুম্বই, মাদ্রাজকেও ছাপিয়েছিল
বাণিজ্যে, উৎফুল্ল ইংরেজ রানী।।
বহু মনীষীর পদচিহ্নে সমৃদ্ধ-
আবিষ্কারে, তত্ত্বে, আলোকে ঋদ্ধ।
আজও আছে সেসব মহাকায় মন্দির-
নেই তাতে ভক্ত, অভাব পূজারির।
বাঁচাতে জীবন জীবিকা নীড়
মানুষ বাইরে, চিত্ত অস্থির।
এ যেন রূপান্তরিত বৃদ্ধাবাস,
উঠে কি দাঁড়াবে বিপর্যস্ত বিশ্বাস।
বাংলার আগামী কি হবে সুখশ্রাব্য?
জানা নেই আমাদের, ভবিষ্যৎ দ্রষ্টব্য।