যদি খাল কেটে আনলে
লকলকে লাউ ডগার মত বেড়ে উঠে কুমীর,
দানাপানি চায়,
রবাহূতরা বিষ ঢালে দাঁতের ফাঁক গলে
দেয়াল ভাঙলে যা হয়;
স্বৈরাচারী অভয়ারণ্য…
ঝান্ডা লেখে হানাবাড়ির রহস্য
ধ্বনির প্রলাপনামা প্রকাশ্য সংবাদ
মদ আর মাংসের বনভোজনে
শুরু হল আগুনের খেলা,
আগুনের গুণ দ্বিগুণ অন্ধকার
রাতের রাস্তা ভেদ করে ছুটে চলে দমকল
কাঠামোর ফুলকি ওড়ে হাওয়ায়-
বন্যরা হাওয়া বেয়ে তাক নেয়
তাক তাক ভরা ড্যাশ
সংঘর্ষের জনপদ,
থমথমে রুক্ষতা,
হত্যার আগে আত্মহত্যার নেশা
বাদী-ফরিয়াদির রক্ত গড়ালে
সে মানুষ কেউ ছিল
বাঁশি আর ব্যারিকেড পুলিশ লাইনে,
এ থানা, ও থানা, জুরিসডিকশন,
মেজবাবু, সেজবাবু, ফাঁকা আওয়াজ,
কোথাও কিস্যু নেই
শুধু গেরুয়া রোষানলে অবরুদ্ধ শহর
নজরে বধির চেয়ারে জোকার।
“অ্যান্ড দ্যাট ইজ হাও গভর্নমেন্ট ইজ রানিং”…