শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম
নারায়ণের প্রণাম
ওঁ নমো ব্রহ্মণ্যদেবায় গো-ব্রাহ্মণহিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
পাপোহহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।
ত্রাহি মাং পুন্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো হরি।।
শ্রীকৃষ্ণের প্রণাম
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ।
অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।
হে কৃষ্ণ করুণাসিন্ধো দীনবন্ধু জগত্পতে।
গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তু তে।।
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর |
কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর ||
জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী |
শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি ||
হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে |
বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে ||
দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে |
না ভজিনু রাধাকৃষ্ণ চরণাবিন্দে ||
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু |
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু ||
ফলরূপে পুত্র-কন্যা ডাল ভাঙ্গি পড়ে |
কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে ||
যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে |
মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে ||
বসুদেব রাখি এল নন্দের মন্দিরে |
নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে ||
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন | ১
যশোদা রাখিল নাম যাদু বাছাধন || ২
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল | ৩
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল || ৪
সুবল রাখিল নাম ঠাকুর কানাই | ৫
শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই || ৬
ননীচোরা নাম রাখে যতেক গোপিনী | ৭
কালসোনা নাম রাখে রাধা-বিনোদিনী || ৮
কুব্জা রাখিল নাম পতিত-পাবন হরি | ৯
চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারী || ১০
অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া | ১১
কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া || ১২
কণ্বমুনি নাম রাখে দেব-চক্রপাণি | ১৩
বনমালী নাম রাখে বনের হরিণী || ১৪
গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন | ১৫
অজামিল নাম রাখে দেব নারায়ণ || ১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ | ১৭
দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু || ১৮
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন | ১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন || ২০
দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর | ২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর || ২২
যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর | ২৩
বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর || ২৪
বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি-স্থিতি | ২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি || ২৬
নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন | ২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ || ২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথি | ২৯
জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি || ৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার | ৩১
অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার || ৩২
ভৃগুমুনি নাম রাখে জগতের হরি | ৩৩
পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারি || ৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী | ৩৫
প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারি || ৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর | ৩৭
বিশ্বাবসু নাম রাখে নব-জলধর || ৩৮
সম্বর্ত্তক রাখে নাম গোবর্দ্ধনধারী | ৩৯
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী || ৪০
অদিতি রাখিল নাম অরাতি-সূদন | ৪১
গদাধর নাম রাখে যমল-অর্জ্জুন || ৪২
মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল | ৪৩
দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল || ৪৪
বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দাদূতী | ৪৫
বিরজা রাখিল নাম যমুনার পতি || ৪৬
বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি | ৪৭
লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র-সারথি || ৪৮
সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী | ৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী || ৫০
পদ্মযোনি নাম রাখে অনাদির আদি | ৫১
নট-নারায়ণ নাম রাখিল সম্পাতি || ৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম | ৫৩
ললিতা রাখিল নাম দূর্ব্বাদল শ্যাম || ৫৪
বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন | ৫৫
সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন || ৫৬
আয়ান রাখিল নাম ক্রোধ-নিবারণ | ৫৭
চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন || ৫৮
জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি | ৫৯
গোপীকান্ত নাম রাখে সুদাম-ঘরণী || ৬০
ভক্ত গণ নাম রাখে দেব জগন্নাথ | ৬১
দুর্ব্বাসা রাখেন নাম অনাথের নাথ || ৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী | ৬৩
সর্ব্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী || ৬৪
উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী | ৬৫
অক্রূর রাখিল নাম ভব-ভয়হারী || ৬৬
গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস | ৬৭
সর্ব্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস || ৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর | ৬৯
সুরলোকে নাম রাখে অখিলের সার || ৭০
বৃষভানু নাম রাখে পরম-ঈশ্বর | ৭১
স্বর্গবাসী নাম রাখে সর্ব্ব পারাত্পর || ৭২
পুলোমা রাখেন নাম অনাথের সখা | ৭৩
রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা || ৭৪
চিত্ররথ নাম রাখে অরাতি-দমন | ৭৫
পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন || ৭৬
কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর | ৭৭
ভান্ডারীক নাম রাখে পূর্ণ শশধর || ৭৮
সুমালী রাখিল নাম পুরুষ-প্রধান | ৭৯
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ-প্রাণ || ৮০
রজকিনী নাম রাখে নন্দের দুলাল | ৮১
আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল || ৮২
দেবকী রাখিল নাম নয়নের মণি | ৮৩
জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি || ৮৪
অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর | ৮৫
গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর || ৮৬
মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত | ৮৭
জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি-সুত || ৮৮
রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল | ৮৯
বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল || ৯০
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন | ৯১
সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন || ৯২
ভাগুরি রাখিল নাম অগতির গতি | ৯৩
মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি || ৯৪
শুক্রাচার্য্য রাখে নাম অখিল-বান্ধব | ৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব || ৯৬
যদুগণ নাম রাখে যদুকুলপতি | ৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি || ৯৮
অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ | ৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন || ১০০
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর-ভ্রমরী | ১০১
ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী || ১০২
বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী | ১০৩
মাধুরী রাখিল নাম গোপী-মনোহারী || ১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ | ১০৫
কুটিলা রাখিল নাম মদনমোহন || ১০৬
মঞ্জরী রাখিল নাম কর্ম্মবন্ধ-নাশ | ১০৭
ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ || ১০৮
দৈত্যারি দ্বারকানাথ দারিদ্য-ভঞ্জন |
দয়াময় দ্রৌপদীর লজ্জা-নিবারণ ||
স্বরূপে সবার হয় গোলোকেতে স্থিতি |
বৈকুন্ঠে বৈকুন্ঠনাথ কমলার পতি ||
রসময় রসিক নাগর অনুপম |
নিকুঞ্জবিহারী হরি নবঘনশ্যাম ||
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর |
তারকব্রহ্ম সনাতন পরম-ঈশ্বর ||
কল্পতরু কমললোচন হৃষীকেশ |
পতিত-পাবন গুরু জ্ঞান উপদেশ ||
চিন্তামণি চতুর্ভূজদেব চক্রপাণি |
দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি ||
অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা |
নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা ||
নাম ভজ নাম চিন্ত নাম কর সার |
অনন্ত কৃষ্ণের মহিমা অপার ||
শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান |
তথাপি না হয় কৃষ্ণ নামের সমান ||
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি |
নামের সহিত আছে আপনি শ্রীহরি ||
শুন শুন ওরে ভাই নাম সংকীর্ত্তন |
যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন ||
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর |
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ||
ব্রহ্মা-আদি দেব যারে ধ্যানে নাহি পায় |
সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় ||
হিরণ্যকশিপুর উদর-বিদারণ |
প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ ||
বলীরে ছলিতে প্রভু হইলা বামন |
দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ ||
অষ্টোত্তর শতনাম যে করে পঠন |
অনায়াসে পায় রাধা-কৃষ্ণের চরণ ||
ভক্তবাঞ্ছা পূর্ণ কর নন্দের নন্দন |
মথুরায় কংস-ধ্বংস লঙ্কায় রাবণ ||
বকাসুর বধ আদি কালিয় দমন |
নরোত্তম কহে এই নাম সংকীর্ত্তন ||
শ্রীকৃষ্ণাষ্টোত্তরশতনামাবলিঃ
ওঁ শ্রীকৃষ্ণায় নমঃ ।
ওঁ কমলানাথায় নমঃ ।
ওঁ বাসুদেবায় নমঃ ।
ওঁ সনাতনায় নমঃ ।
ওঁ বসুদেবাত্মজায় নমঃ ।
ওঁ পুণ্যায় নমঃ ।
ওঁ লীলামানুষবিগ্রহায় নমঃ ।
ওঁ শ্রীবত্সকৌস্তুভধরায় নমঃ ।
ওঁ য়শোদাবত্সলায় নমঃ ।
ওঁ হরয়ে নমঃ । ১০।
ওঁ চতুর্ভুজাত্তচক্রাসিগদাশঙ্খ্যাদ্যুদায়ুধায় নমঃ ।
ওঁ দেবকীনন্দনায় নমঃ ।
ওঁ শ্রীশায় নমঃ ।
ওঁ নন্দগোপপ্রিয়াত্মজায় নমঃ ।
ওঁ য়মুনাবেগসংহারিণে নমঃ ।
ওঁ বলভদ্রপ্রিয়ানুজায় নমঃ ।
ওঁ পূতনাজীবিতাপহরায় নমঃ ।
ওঁ শকটাসুরভঞ্জনায় নমঃ ।
ওঁ নন্দব্রজজনানন্দিনে নমঃ ।
ওঁ সচ্চিদানন্দবিগ্রহায় নমঃ । ২০।
ওঁ নবনীতবিলিপ্তাঙ্গায় নমঃ ।
ওঁ নবনীতনটায় নমঃ ।
ওঁ অনঘায় নমঃ ।
ওঁ নবনীতলবাহারিণে নমঃ ।
ওঁ মুচুকুন্দপ্রসাদকায় নমঃ ।
ওঁ ষোডশস্ত্রীসহস্রেশায় নমঃ ।
ওঁ ত্রিভঙ্গিনে নমঃ ।
ওঁ মধুরাকৃতয়ে নমঃ ।
ওঁ শুকবাগমৃতাব্ধিন্দবে নমঃ ।
ওঁ গোবিন্দায় নমঃ । ৩০।
ওঁ গোবিদাম্পতয়ে নমঃ ।
ওঁ বত্সবাটীচরায় নমঃ ।
ওঁ অনন্তায় নমঃ ।
ওঁ ধেনুকাসুরভঞ্জনায় নমঃ ।
ওঁ তৃণীকৃততৃণাবর্তায় নমঃ ।
ওঁ য়মলার্জুনভঞ্জনায় নমঃ ।
ওঁ উত্তালতালভেত্রে নমঃ ।
ওঁ তমালশ্যামলাকৃতয়ে নমঃ ।
ওঁ গোপগোপীশ্বরায় নমঃ ।
ওঁ য়োগিনে নমঃ । ৪০।
ওঁ কোটিসূর্যসমপ্রভায় নমঃ ।
ওঁ ইলাপতয়ে নমঃ ।
ওঁ পরঞ্জ্যোতিষে নমঃ ।
ওঁ য়াদবেন্দ্রায় নমঃ ।
ওঁ য়দূদ্বহায় নমঃ ।
ওঁ বনমালিনে নমঃ ।
ওঁ পীতবাসসে নমঃ ।
ওঁ পারিজাতাপহারকায় নমঃ ।
ওঁ গোবর্ধনাচলোদ্ধর্ত্রে নমঃ ।
ওঁ গোপালায় নমঃ । ৫০।
ওঁ সর্বপালকায় নমঃ ।
ওঁ অজায় নমঃ ।
ওঁ নিরঞ্জনায় নমঃ ।
ওঁ কামজনকায় নমঃ ।
ওঁ কঞ্জলোচনায় নমঃ ।
ওঁ মধুঘ্নে নমঃ ।
ওঁ মথুরানাথায় নমঃ ।
ওঁ দ্বারকানায়কায় নমঃ ।
ওঁ বলিনে নমঃ ।
ওঁ বৃন্দাবনান্তসঞ্চারিণে নমঃ । ৬০।
ওঁ তুলসীদামভূষণায় নমঃ ।
ওঁ স্যমন্তকমণের্হর্ত্রে নমঃ ।
ওঁ নরনারায়ণাত্মকায় নমঃ ।
ওঁ কুব্জাকৃষ্টাম্বরধরায় নমঃ ।
ওঁ মায়িনে নমঃ ।
ওঁ পরমপূরুষায় নমঃ ।
ওঁ মুষ্টিকাসুরচাণূরমল্লয়ুদ্ধবিশারদায় নমঃ ।
ওঁ সংসারবৈরিণে নমঃ ।
ওঁ কংসারয়ে নমঃ ।
ওঁ মুরারয়ে নমঃ । ৭০।
ওঁ নরকান্তকায় নমঃ ।
ওঁ অনাদিব্রহ্মচারিণে নমঃ ।
ওঁ কৃষ্ণাব্যসনকর্ষকায় নমঃ ।
ওঁ শিশুপালশিরশ্ছেত্রে নমঃ ।
ওঁ দুর্যোধনকুলান্তকায় নমঃ ।
ওঁ বিদুরাক্রূরবরদায় নমঃ ।
ওঁ বিশ্বরূপপ্রদর্শকায় নমঃ ।
ওঁ সত্যবাচে নমঃ ।
ওঁ সত্যসঙ্কল্পায় নমঃ ।
ওঁ সত্যভামারতায় নমঃ । ৮০।
ওঁ জয়িনে নমঃ ।
ওঁ সুভদ্রাপূর্বজায় নমঃ ।
ওঁ জিষ্ণবে নমঃ ।
ওঁ ভীষ্মমুক্তিপ্রদায়কায় নমঃ ।
ওঁ জগদ্গুরবে নমঃ ।
ওঁ জগন্নাথায় নমঃ ।
ওঁ বেণুনাদবিশারদায় নমঃ ।
ওঁ বৃষভাসুরবিধ্বংসিনে নমঃ ।
ওঁ বাণাসুরকরান্তকায় নমঃ । বাণাসুরবলান্তকায়
(ওঁ বকারয়ে নমঃ ।
ওঁ বাণনাহুকৃতে নমঃ ।)
ওঁ য়ুধিষ্ঠিরপ্রতিষ্ঠাত্রে নমঃ । ৯০।
ওঁ বর্হিবর্হাবতংসকায় নমঃ ।
ওঁ পার্থসারথয়ে নমঃ ।
ওঁ অব্যক্তগীতামৃতমহোদধয়ে নমঃ ।
ওঁ কালীয়ফণিমাণিক্যরঞ্জিতশ্রীপদাম্বুজায় নমঃ ।
ওঁ দামোদরায় নমঃ ।
ওঁ য়জ্ঞভোক্ত্রে নমঃ ।
ওঁ দানবেন্দ্রবিনাশনায় নমঃ ।
ওঁ নারায়ণায় নমঃ ।
ওঁ পরস্মৈ ব্রহ্মণে নমঃ ।
ওঁ পন্নগাশনবাহনায় নমঃ । ১০০।
ওঁ জলক্রীডাসমাসক্তগোপীবস্ত্রাপহারকায় নমঃ ।
ওঁ পুণ্যশ্লোকায় নমঃ ।
ওঁ তীর্থকরায় নমঃ ।
ওঁ বেদবেদ্যায় নমঃ ।
ওঁ দয়ানিধয়ে নমঃ ।
ওঁ সর্বতীর্থাত্মকায় নমঃ ।
ওঁ সর্বগ্রহরূপিণে নমঃ ।
ওঁ পরাত্পরস্মৈ নমঃ । ১০৮।