শ্রীপঞ্চমীর হিমেল পুণ্য লগনে তুমি দেবী
কি বর দেবে এই নির্বোধ মর্তবাসীগণে?
তোমার আশিষ মাগে অভাগা ছাত্রগণে–
এ’ধরার সকলে প্রকৃত শিক্ষার অভাবে
দিনে দিনে দিচ্ছে বিসর্জন মানবিক গুণ!
ধৈর্য স্হৈর্য আজ উধাও কোন্ অসীমে?
স্বার্থমগ্ন যে যার মতো ,যথেচ্ছাচারই ব্রত
এই অপরিণামদর্শীতার ফল বড়ই কঠোর,
কঠিন ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন অবোধ
শিশু কিশোরের! হে দেবী, তোমার স্নিগ্ধ
হাসিতে, শুভ্র আঁচলছায়ার অনন্ত মহিমায়–
বিশ্বকে করে তোলো নির্মল,মঙ্গলময়!
আজি এ বসন্তপঞ্চমী সার্থক করো মাগো–
তোমার চরণস্পর্শে ,প্রতিটি ঘরে ঘরে।