আমাকে কেহ পারেনা দেখতে
সেটা আমি ভালোভাবে জানি ।
আমার চেয়ে তোমরা দামী
এক দুই তিন চার ইত্যাদি
তোমরা শুধু আমায় বলো
আমি নাকি অশুভ অদামি।
ভেবে দেখো মনে মনে
আমার একটি কথা
সবকিছুই শুন্য দিয়ে হয় শুরু ,
শূন্য দিয়েই হয় সব শেষ।
তারই মাঝে কত কি যে হয়
কেও রাখে না সে সবের হিসেব
একের আগে শূন্য দিলে হয় এক
ওই শূন্যই পরে দিলে হয় দশ।
নয়ের পরে শূন্য দিলে হয় নব্বই
আমার জন্যই তোমাদের দাম
তোমরা মানো,না মানো
এটাই সত্য এক দম ।
আমি ছাড়া তোমরা হলে
আমার চেয়ে ও অধম।।
বিদায় বেলায় জানিয়ে গেলাম
আমি ছোট্টো একটি কথা
এই পৃথিবীই কেউ ছোটো নয়
ছোটো বলে দিয়োনা কাওকে ব্যথ্যা।।