দলিত রাষ্ট্রপ্রধান হয়েছিল,
আমরা আশায় বুক বাঁধলাম!
দলিতরা নিশ্চয়ই আরও বেশি।
কী দেখলাম??
দলিত নিগ্রহ ও হত্যা বন্ধ হয় নি,
দলিতদের উন্নতি সোনার পাথরবাটি!
হাথরাসের মতো ঘটনা ঘটলো,
রামমন্দিরে ব্রাত্য রইলেন,
আত্মমর্যাদায় লাগলো না!
দলিত রাষ্ট্রপ্রধান রা কাড়লেন না!
হ্যাঁ, তাঁর সেই ক্ষমতা নেই তেমন ,
পদত্যাগ করতে পারতেন তো!
তাহলে তিনিও………
দলিত হলেও তাদের প্রতিনিধি নন।
এবার ফের চমক আদিবাসী রাষ্ট্রপ্রধান,
তাঁর পক্ষ না নিলে মহাভারত অশুদ্ধ!
তিনি শুভ না অশুভ শক্তির পুতুল,
দেখার কোনো দরকার নেই!
রাজার কথাই বেদবাক্য,
‘রাজা ভুল করতেই পারেন না’ !
এখনও নির্বাচিত হন নি,
অশোক স্তম্ভের পক্ষে টুইটে প্রমাণ দিলেন,
আগামীতে কোন্ মহাযজ্ঞ সম্পন্ন হবে!
ব্যতিক্রম হওয়া এতো সহজ নয়।
ন্যাড়া বেলতলায় যাবে কী আদৌ!
রাজনৈতিক খেলা এক জিনিস,
প্রকৃত মঙ্গল করা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।
দলিত বা আদিবাসীকে সমর্থন দেশপ্রেম,
দেশপ্রেমের সংজ্ঞাই হিতের বিপরীত!
ব্যক্তি আর সমষ্টিতে সাগরসমান ফারাক।
বুঝতে হবে সবাইকে।
আদিবাসী হলেই তাদের প্রতিনিধি হয় না।