দুধ ঢেলে শিবলিঙ্গের মাথায়
ধূপের বাসে ভরেছে দেবালয়
উপবাসী থাকে মঙ্গল সাধনায়
মানুষেরা শিব স্তুতি বন্দনায়।
নিবিষ্ট মনে ফুল বেল পাতায়
মেয়েরা তার কাছে বর চায়
স্বামী যেন হয় ভোলা মহেশ্বর
মহাশিব চতুর্দ্দশী বিশ্ব চরাচর।
দুধ ঢেলে শিবলিঙ্গের মাথায়
ধূপের বাসে ভরেছে দেবালয়
উপবাসী থাকে মঙ্গল সাধনায়
মানুষেরা শিব স্তুতি বন্দনায়।
নিবিষ্ট মনে ফুল বেল পাতায়
মেয়েরা তার কাছে বর চায়
স্বামী যেন হয় ভোলা মহেশ্বর
মহাশিব চতুর্দ্দশী বিশ্ব চরাচর।