লীলা মজুমদার একজন প্রখ্যাত বাঙালি লেখিকা। ২৬ শে ফেব্রুয়ারী ১৯০৮ খ্রিস্টাব্দে কলকাতার রায় পরিবারে জন্ম হয়। সম্পর্কে তিনি সুকুমার রায় এর খুড়তোতো বোন এবং সত্যজিৎ রায়ের পিসি। ছোটবেলাতে তিনি শিলং এ লরেটো কনভেন্ট স্কুলে পড়াশুনো করেন। পরবর্তীকালে ইংরেজি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন এবং ইংরেজিতে সর্বোচ্ছ নম্বর পেয়ে উর্ত্তিন্ন হন। হলদে পাখির পালক, টং লিং, পদি পিসীর বর্মী বাক্স, সব ভুতুড়ে, মাকু, গল্পসল্প ইত্যাদি তার বেশকিছু উল্লেখযোগ্য রচনা। ৫ ই এপ্রিল ২০০৭ সালে তিনি মৃত্যুবরন করেন।
লীলা মজুমদার সম্মন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন