তোমার জন্য নীল আঁকি রোজ
হাতের ভাঁজে ফোটায় রঙ গোলাপ
ব্যস্ত সময় যায় না কিছু বলা
বাড়তে থাকে চোখের সংলাপ
কথার ভেতর কথার লুকোচুরি
মাঝ উঠোনে শালিক বুলবুল
তোমার জন্য চাঁদের টিপ মাখি
নদী সাজে আমার খোঁপার ফুল
তোমার জন্য হরেক পাগলামি
বসে বসে সাজায় রাত তারা
আধেক ঘুমে আধেক জাগরণে
প্রাণ পাই আমার একতারা
শিরায় যখন মন কেমনের বাসা
আলতো ছোঁয়া যেই দিয়ে যাও হাতে
যুদ্ধ সব অস্ত যায় দূরে
পদ্ম ফোটে পূবের সুপ্রভাতে