রূপের খনি বঙ্গভূমি অরূপ শোভা ধরে,
যেদিকে পানে দৃষ্টি চলে মনটা উঠে ভরে।
বাংলা মা’র বুকটি জুড়ে ষড় ঋতুর খেলা,
নীল আকাশে করছে খেলা সাদা মেঘের ভেলা।
শিশির ভেজা ঘাসে যখন শিশির ফোটা ঝরে,
চারপাশেতে সুবাস তার দিগ্বিদিকে ভরে
শিউলি তলে পল্লীবালা আঁচল ভরে ফুলে,
ফিঙে চড়ুই শিউলি গাছে মত্ত থাকে সুরে।
শিশির ঝরে টাপুর টুপ সবুজ ঘাসে দেখে
আলতো পায়ে ছোট্টমেয়ে হাঁটছে খুশি মেখে।
রোদ্দুরেতে শিশির কণা মুক্তো সম রূপে
আবেশ মাখে কবির মনে মুগ্ধতা যে চুপে।
হেমন্তে যে সোনার ধানে মাঠের বুক হাসে,
চাষির মনে খুশির ঢেউ চোখে স্বপ্ন ভাসে।
শিশির ঝরে কাশের বনে শিউলি ফুল থরে,
ধরার বুকে অরূপ ছবি দেখে মনটা ভরে।