তুমি তো তোমার গন্ধে বর্ণে অপরূপা
পেয়েছ তুমি ভগবানের অশেষ কৃপা
তোমার রূপের টানে মন ভরে যায়
সবুজে শ্যামলে পরিপূর্ণা নব বর্ষায়।
তোমার হৃদয় ভরা স্বচ্ছ নদীর জলে
সোনার ফসল তোমার বুকেই ফলে
তোমায় আমি ভুলি বল তো কি করে
জন্মেছি যে এই বাংলার মাটির ঘরে।
নদীর তীরে আশ্বিনে ফোটে কত কাশ
মেঠো পথের ধারে গ্রামে লোকের বাস
ধানক্ষেত বাঁশঝাড়,পুকুর ঘেরা চারিপাশ
ক্ষেত খামারে চাষীরা আনন্দে করে চাষ।
পৌষ মাসে পাকলে মাঠে সোনার ধান
খামারে ঝেড়ে গোলায় ভরে ব্যস্ত কৃষাণ
মাটির সোঁদা সুবাসে ভরিয়ে সকলের মনপ্রাণ
মাতায় বসন্ত পলাশবন কোকিলের কুহূতান।