রাখাল ছেলে রাখাল ছেলে
নাম টি বলে যাও।
মেঠো গায়ের পথটি বেয়ে
কোথায় চলে যাও।
নামটি আমার উদাসীমন
তোমার নামটা কি?
ওই যে দূরে ঝোপের ধারে
যে, গ্রামটি দেখা যায়
হোথায় থাকে সাধুবাবা
তার ক্যামনে দেখা পাই।
ওই দেখো ধানের ক্ষেত
যেথায় সোনালী ধানে ভরা
তারপরেতে আছে দেখো
ছোট্ট একটি ডোবা,
তারই একধারে চলেগেছে
সরু গলির একটি মেঠো পথ
একটু গিয়ে দেখতে পাবে
মাটির দেওয়াল খড়ের চালের
ছোট্ট একটি দোচালা ঘর,
ওই ঘরেতে থাকেন সাধুবাবা।
তোমায় আমি বলে দিলাম
ক্যামনে যাবে সাধুবাবার ঘর।
এখন আমি যায় গো চলে
পূর্ব দিকের ঐ গ্রামের ধরে
যেখানেতে শুয়ে আমার মা
মাত্র সাড়ে তিন হাত ঘরে
একখানি সাদা কাপুন ঢেকে।।