হঠাৎ আঙুল কেটে রক্ত বেরুলে, আমি সেই রক্তকে বলি:
তুমি তো মানুষেরই রক্ত
তুমি কেন গরম হয়ে ওঠো? কি আছে তোমার ভেতরে?
তুমিই তো আমাকে ভালোবাসতে শেখাবে, শিখিয়েছিলে হয়ত
কিন্তু আমাদের প্রত্যেকের সঞ্চয়ে
এতোছুরি, কাঁচি, খুর
ত্রিবেণী টিস্যুতে মোড়া বিষলাগানো ছোট্ট আলপিন।
রক্ত, কি আছে তোমার ভেতর?
কৃষ্ণাঙ্গ তোমার ভাই, কৃষ্ণাঙ্গ তোমার ভাই নয়
কিন্তু যে ভাই নয় তার প্রতি দায়িত্ব আরো বেশি
তুমি তো মানুষেরই রক্ত তুমি কেন এতো গরম হয়ে ওঠো?