সকলের চেয়ে সুন্দর আমি
নাকি আমার এই জন্মভূমি! আর এই জন্মভূমি রক্ষায় যারা
অকাতরে প্রাণ দেয় তারা।
তাদের ভালবাসি আমি,আমিও তো দেশ রক্ষায়,
মানে সংসারে সঁপেছি অনায়াসে ভালবেসে
কোন প্রত্যাশা না রেখে মনে।
সংসার গড়েছি আমি তাই ডুবি ভাবনায়
তাদের মন যা চায়
যদি ওরা সবাই একটু আনন্দ পায়
তৃপ্তিতে তাদের মন যে হারায়।
সংসার আমাকে ভরসা করে,
জানে তারা আমি ঠিক মেটাব তাদের আশা
তাদের ছেলে মানুষী কোন বায়না
কখন অবহেলা করা যায় না,
একটু আদর যত্ন ভালবাসা ছাড়া
আর তো কিছু চায় না তারা।
সৈনিকের অতন্দ্র প্রহরায় দেশবাসী নিশ্চিন্তে ঘুমায়,
আমার অনলস সেবায় জানি না কতটা তারা সুখ পায়।
ভাবতে পারি না আমি, এ কেমন আমি
কেউ তো এমন করে ভাবে না আমায়।