পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে
তাই বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে
গাছ লাগিয়ে ।
পৃথিবী থেকে গাছ-পালা, বন-জঙ্গল
ক্রমে ক্রমে ধংস হয়ে যাচ্ছে
তাই বৃক্ষ রোপণ দিবস পালন করা হয়
পৃথিবীতে নারীদের সুস্থ ভাবে
বেঁচে থাকার অধিকার প্রায়ই নেই
সেই প্রাচীন কাল থেকে —
তাই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ।
মায়েদেরও সম্মানে ঘাটতি ঘটছে
সন্তানদের থেকে
তাই আন্তর্জাতিক মাতৃদিবস পালিত হয় ।
বাবাদের ক্ষেত্রেও পিতৃদিবস পালনের
ঐএকই হেতু ,
শিক্ষক দিবস, শিশু দিবস, বন্যপ্রাণী সংরক্ষণ দিবস
ইত্যাদি আরও কিছু দিবস পালন করা হয়।
এত কিছু দিবস পালনের মধ্যে যা দেখলাম
পৃথিবী থেকে যা কিছু বিলুপ্তির পথে
সেই সব কিছুরই বিশেষ দিবস হিসাবে পালন করা হয় ।
তবে এটা দেখে তৃপ্ত হলাম
কোনো আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হয় না
যাক তবু বোঝা গেল
কিছু অন্তত আছে যা বিলুপ্তির পথে নয়।