জগৎ এখন হাতের মুঠোয়
সুইচ দিলেই সাড়া,
আর পারি না থাকতে কেন
মুঠোফোনটি ছাড়া।
স্কুলের পড়া পেপার দেখা
মুঠোফোনে পড়ি,
অবসরে মুভি দেখে
সুখের স্বর্গ গড়ি।
গ্যাসের বুকিং ট্রেনের টিকিট
মুঠোফোনেই করি,
গুগল দেখে রাস্তা চেনা
বিশ্বের খবর পড়ি।
বাড়ির খবর হাঁড়ির খবর
গল্প মজা চলে,
নানান রকম ফস্টিনস্টি
তখন টনক টলে।
দলে দলে নানান প্রচার
মুঠোফোনে দেখি,
খুনখারাপি রাহাজানি
চমকে বলি সেকী!
মুঠোফোনে হলাম কবি
তাকে ছাড়া অচল,
গৃহবধূর তকমা কেটে
হলাম দেখো সচল।
দেশের বাইরে পরিচিতি
মুঠোফোনের জন্যে,
প্রজেক্ট করতে নানান ছবি
খুঁজতে হতো হন্যে।
গুগল খুললে সবই পাবে
আয়ের উপায় শুনি,
কালচারেতে হচ্ছে পটু
মানুষ এখন গুণী।
জামা কাপড় জুতো শপিং
অন লাইনেতে করে,
মুঠোফোনে করলে অর্ডার
খাবার আসে ঘরে।
বিশ্ব দেখি মুঠোফোনে
দেশের দশের খবর,
মানুষ এখন নেশাগ্রস্ত
খোঁড়ে নিজের কবর।
সব জিনিসের ভালো মন্দ
আছে সবাই জানি,
মুঠোফোনের কুফল আছে
আমরা সেটা মানি।