চোখের ভিতর যে দীপ নিভু
আজকে পুরো জ্বালাও ,
মুক্ত মনের দৃষ্টি দূরে
ডুবছে , কাছে ফেরাও ।
ঠোঁটের উপর সংসারী সর
আজকে তাদের ঝরাও ,
মুক্তো মেঘে বৃষ্টি গোপন
আলতো ভীষন ভেজাও ।
হাসির ভিতর যে বীণ বুনো
আজকে বতর , বোনো
কানের উপর ভীড় জমেছে
সরিয়ে সে সুর শোনো ।
মনের ভিতর যে মন ঘুমে
শুদ্ধ শ্রমন , জাগাও
কৃপন জীবন ডাকছে দরাজ
ময়ূরপঙ্খী ভাসাও ।
বতর :– বীজ বপনের সঠিক সময়