মসনদে রয় রাজা বাদশা
প্রজার দল রয় নীচে।
উজির মন্ত্রী পার্শ্ব চরে
বসে রাজার পিছে।
সুখের দুখের কত কথা
ইতিহাস দেয় বলে,
অত্যাচারের বিধিলিপি
চাবুক মারার তলে।
মারামারি কাটাকাটি
মসনদ তরে চলে,
প্রজার শান্তি দেখে রাজা
মহানুভব বলে।
মোগল হিন্দু ইংরেজ হিন্দু
একের পরে একে,
মসনদ দখল সিংহাসন লোভ
ছলে বলে বেঁকে।
অবশেষে গণতন্ত্র যে
ভোটাভুটি ফলে,
বুড়ো আঙুল ভোটের শেষে
দেবো দেবোর ছলে।
বাড়ি দেবো চাকরি দেবো
আশ্বাস দেবে ভূরি,
মসনদ পেয়ে ভুলে গিয়ে
হাতে দেবে তুড়ি ।
যে পায় গদি সে হয় যে রাজা
মনোভাবের সদা,
গরিবের ঘাড় মটকে চলে
টিপে ধরে যদা।
বড় বড় বুলি মুখে
ভাণ্ডার দেখি শূন্য,
চাকরি বাকরি নেই যে কোথাও
হবে নাকো পূর্ণ।
মুখোশ পড়া মসনদ ধারী
মুখে মিষ্টি বুলি,
দেবো দেবো পাবার আশে
মিথ্যে কথায় ভুলি।