চির নিদ্রায় শায়িত আজ ,শেষ হোলো সব কাজ
জীবনের হোলো অবসান….
হৃদয়ের স্পন্দনে , সুখ-দুঃখ ক্রন্দনে
বৃথাই যে মান-অভিমান ।
ভালো-মন্দ ছিলো যত , ভুল-ত্রুটি শত শত
হিসাবের আর নেই প্রয়োজন….
জীবনের সুখ-শান্তি , মুছে গেলো সব ক্লান্তি
নেই আর কোনো আয়োজন ।
শ্বেত-শুভ্র বস্ত্র আনি , ঢেকে দাও দেহখানি
রঙ যে হয়েছে বিমুখ….
মরণের পরে পরে ,কায়াখানি জ্বলে পুড়ে
অঢেল নিদ্রা এসেছে সমুখ ।
শিয়রেতে বসে থেকে , দুটি হাতে মুখ ঢেকে
হৃদয় কাঁদে বিরহের শোকে….
যতটুকু স্বপ্ন আঁকি , তাও আজ দিলো ফাঁকি
পাড়ি দিলে কোন অচিনলোকে ।
রঙ্গীন এ জগত-আলো, ধুয়ে মুছে হোলো কালো
শেষ হোলো এ লোকের মায়া…..
মুখে বলা শেষ বাণী , ব্যথা রেখা দিলো টানি
বিলীন হোলো সব আলোছায়া ।