হাবুডুবু খাই তোমার আঁকাবাকা গভীর জল ঢেউয়ে,
ডুব সাঁতারে নিরুদ্দেশ অন্তলীন আয়তচোখে, সময় ধরে রাখি আষ্টেপৃষ্ঠে শব্দ সম্ভারে,
নিখুঁত আভিধানিক আঁতুরঘরে খুঁজি নৈঃশব্দের ভাষা,
স্থির নির্নিমেষে চলে বাক্ হীন কথার সবাক ফুলঝুরি।
খোলা প্রবেশের পথে ছিল সম্মতির অবাধ যাতায়াত,
ক্ষয়িষ্ণু ব্যাকরণের সহজ কোণে ভাঙা মাস্তুলের বাঁধা,
দিক শূন্য আর্তনাদ চুঁইয়ে পড়ে বিষাদের ছায়া,
গোধূলির অস্তাচলে ছড়িয়ে পড়ে জোনাকির আলো সম্ভার ।
সম্ভাবনার ঠিকানায় আছড়ে পড়ে মায়াবী জোছনা,
সময় সারণীর জন্মবৃত্তান্ত
পৌঁছে যায় আঁধারের বালুচরী খেলাঘরে,
জলস্তর ভেঙে এগিয়ে চলি নির্লিপ্তে
জানি ঢেউএর তোড়ে পৌঁছব গন্তব্যের মুগ্ধ মোহনায়……