শরীর সেঁকেছি মেঘলা দুপুরে উপোষী পৌষ মাসে,
হারানো নদীর বাঁকেতে দাঁড়িয়ে চৈত্র মুচকি হাসে!
অর্থ বিহীন কথার মালায় সাজানো ফাগুন মাস,
মাঘের আগুনে পুড়ছি যতই ততই বাড়ছে আশ।
আশা নিরাশার দোলায় ঝুলছে একা একা অঘ্রাণ,
খর জৈষ্ঠও ক্লান্ত এখন হারায়েছে তার সব মান!
সব সুখ হারা আশ্বিন মাসে বিধবার বেশে দিন কাটে,
শ্রাবন সন্ধ্যা করে অপেক্ষা কখন নৌকা ফেরে ঘাটে।
বৈশাখী মন হয় উচাটন বিধি নিষেধের লাল ডোরে,
সারারাত জেগে পথ চেয়ে থাকি ভরা ভাদরের ভোরে!
কার্তিকে ভাবি যাবো কোন দিকে ডাইনে অথবা বামে,
মনের গহীনে প্রেম ছুঁয়ে দিতে আষাঢ়িয়া স্রোত নামে।